ছাত্রলীগ দেশে ফেরার ঘোষনায় দিনাজপুরের হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন জাতীয়তাবাদী ছাত্রদল।
হাকিমপুর উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয় থেকে উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি স্থলবন্দর প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে বজারস্থ খাদ্য গোডাউন মোড়ে গিয়ে শেষ হয়। পরে খাদ্য গোডাউন মোড়ে সকল নেতাকর্মীদের উপস্থিতে সমাবেশ করেন।
এসময় নেতৃবৃন্দ বলেন, আগামী পহেলা ফেব্রুয়ারি) ছাত্রলীগ সন্ত্রাসী রূপে বাংলাদেশে প্রবেশ করবে বিভিন্ন জায়গাতে তারা সমগত হবে। নিষিদ্ধ ছাত্রলীগ বাংলাদেশে কোথাও যেন তাদের সন্ত্রাসী বাহিনী খুন, গুম, ধর্ষণসহ বিভিন্ন কার্যকালাপ করতে না পারে তারি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদল।
এসময় উপস্থিত ছিলেন- হাকিমপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক এস এম রেজা বিপুল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক রেজায়ান প্রধান রিপনসহ অনেকে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :