বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার কাটাখাল থেকে আব্দুস ছালাম সরদার (৫০) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি নিশানবাড়িয়া ইউনিয়নের গুয়াতলা পলিটিক্স মোড় এলাকার বাসিন্দা ছিলেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে শেখপাড়া বাজার সংলগ্ন কাটাখালে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে মোরেলগঞ্জ থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে।লাশ উদ্ধারকালে মৃত ব্যক্তির পরনে ছিল ছাপা লুঙ্গি ও সোয়েটার।
স্থানীয়রা জানান, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং এলাকায় ঘোরাফেরা করতেন। এ বিষয়ে মোরেলগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, আপাতত কোনো সন্দেহভাজনের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :