AB Bank
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ১৯ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তারাকান্দায় সরকারি কলেজ অধ্যক্ষ-উপাধ্যক্ষ ৬ মাস ধরে পলাতক


Ekushey Sangbad
তারাকান্দা, ময়মনসিংহ প্রতিনিধি
০৬:২৩ পিএম, ১ ফেব্রুয়ারি, ২০২৫
তারাকান্দায় সরকারি কলেজ অধ্যক্ষ-উপাধ্যক্ষ ৬ মাস ধরে পলাতক

ময়মনসিংহের তারাকান্দায় সরকারি কলেজের অধ্যক্ষ সাজ্জাদ আহমেদ ও উপাধ্যক্ষ গৌতম কুমার দাস প্রায় ৬ মাস ধরে পলাতক থাকার অভিযোগ উঠেছে। সূত্র জানায়, শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর থেকেই তারা পলাতক রয়েছেন।


অধ্যক্ষ সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের ছোট ভাই হওয়ায় তার দাপট খাটিয়ে কলেজে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের রাজত্ব চালিয়েছেন। নিয়মবহির্ভূতভাবে বিএম শাখার প্রভাষক গৌতম কুমার দাসকে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে উপাধ্যক্ষ পদে নিয়োগ দেন। এতদিন তার বড় ভাইয়ের ক্ষমতার ভয়ে অন্যান্য প্রভাষক/শিক্ষক এই দুর্নীতির প্রতিবাদ করতে পারেননি।


শিক্ষার্থীদের অভিযোগ- প্রায় সময় সরকারি নিয়মনীতি ও নির্দেশনা তোয়াক্কা না করে অতিরিক্ত টাকা আদায় করতেন অধ্যক্ষ। ৬ মাস ধরে অধ্যক্ষ-উপাধ্যক্ষ (অনুপস্থিত) পলাতক থাকার কারণে কলেজেটি বর্তমানে অসংখ্য সমস্যার মুখোমুখি এবং ধবংসের দ্বারপ্রান্তে ও অবসরে যাওয়া শিক্ষক/কর্মচারীগণ কোন বেতন-ভাতাদি উত্তোলন করতে না পেরে মানবেতর জীবন যাপন করছে। কলেজের সুষ্ঠ পরিবেশ বজায় রাখার স্বার্থে কলেজের অধ্যাপক আজীজুরন্নাহার লাকীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দ্বায়িত্ব প্রধানে ময়মনসিংহ জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেন কলেজের শিক্ষকরা।


একুশে সংবাদ////র.ন

Link copied!