AB Bank
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ১৯ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হাসিনা মমিন বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫৩ তম ক্রীড়া প্রতিযোগিতা


Ekushey Sangbad
শেখ সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া, পাবনা
০৯:১৫ পিএম, ১ ফেব্রুয়ারি, ২০২৫
হাসিনা মমিন বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫৩ তম ক্রীড়া প্রতিযোগিতা

পাবনার ভাঙ্গুড়ায় মাধ্যমিক পর্যায়ের ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান হাসিনা মমিন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের অষ্টমনিষা বাজারে অবস্থিত বিদ্যালয়টি নারী শিক্ষা বিস্তারে ঐতিহ্য বহন করে চলেছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমুন নাহার।

উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে শিক্ষার্থী শিক্ষক ও স্থানীয় অভিভাবক বৃন্দ অত্যন্ত খুশি হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

জানা যায়, প্রায় তিন সপ্তাহ ধরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন চলছিল বিদ্যালয়টিতে। এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনভর ২৫ টি ইভেন্টে তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

প্রতিযোগিতার সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রদান শিক্ষক নাজমুল হোসাইন। দিনভর ক্রিড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থী অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ক্রীড়া অনুষ্ঠানের মধ্যে শিক্ষার্থীদের সংস্কৃতি পরিবেশনা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সকলকে মুগ্ধ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীদের সাথে কথা বলে ভবিষ্যতের জন্য দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হোসাইন বলেন, চলনবিল অধ্যুষিত প্রত্যন্ত গ্রামাঞ্চলে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। স্বাধীনতা পরবর্তী সময় থেকেই বিদ্যালয়টি অত্র অঞ্চলের নারী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা জাগ্রত করতে শিক্ষকরা প্রতিনিয়ত পাঠদানসহ বিভিন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনা করেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!