AB Bank
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ১৯ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নারায়ণগঞ্জে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী নৌকাডুবি


নারায়ণগঞ্জে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী নৌকাডুবি

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় একটি বালুবাহী বাল্কহেডের  ধাক্কায় একটি যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় তাৎক্ষণিক নদী থেকে নয়জনকে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ শহরের নবীগঞ্জ  গুদারাঘাটে এ ঘটনাটি ঘটে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আমিনুল হক।

স্থানীয়রা জানান, নবীগঞ্জ গুদারা ঘাটের পশ্চিম পাশ থেকে একটি নৌকা করে, দুটি পরিবারের ৯ জন বন্দর পূর্ব পাড়ে যাচ্ছিল। ওই সময় শীতলক্ষ্যা নদীর দক্ষিণে যাওয়ার সময় একটি বালুবাহী  বাল্কহেডের সামনে পড়ে যায় যাত্রীবাহী নৌকাটি। বাল্কহেডটি যাত্রীবাহী নৌকাটিকে টেনে- হিঁচড়ে নদীর বেশ কিছু দূরে নিয়ে যায়। ওই সময় নৌকাটি ডুবে গেলে যাত্রীরা প্রাণ রক্ষার্থে চিৎকার করতে থাকে। এ সময় আশেপাশের যাত্রীবাহী নৌকা ও ইঞ্জিন চালিত নৌকা তাৎক্ষণিক গিয়ে নদী থেকে নয় জনকে জীবিত উদ্ধার করে। স্থানীয়রা ঘাতক বাল্কহেডটিকে আটক করতে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে শহরের বরফকল ঘাট পর্যন্ত তাড়া করে। কিন্তু এক পর্যায়ে বালুবাহী বাল্কহেডটি পালিয়ে যেতে সক্ষম হয়।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে নারায়ণগঞ্জ সদর ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত নিহতের কোন খবর পাওয়া যায়নি। নারায়ণগঞ্জ সদর নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আমিনুল হক বলেন, নৌকা ডুবির সাথে সাথে অন্যান্য নৌকা ও স্থানীয়দের সহায়তায় যাত্রীরা তীরে উঠতে সক্ষম হয়। তবে এ ঘটনায় কেউ নিখোঁজ নেই। নৌকাটিতে ৭ জন যাত্রী ছিল বলে জানা যায়।

এদিকে নৌকা ডুবির ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।  একটি ভিডিওতে বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যেতে দেখা যায়। বাল্কহেডের নিচে চলে যাওয়া কয়েকজন নারীসহ যাত্রীদের সাঁতরে ভেসে থাকতেও দেখা যায়। পরে কয়েকটি নৌকায় তাদেরকে উদ্ধার করা হয়।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!