চট্টগ্রাম জেলার পটিয়ায় সপ্তাহ না যেতেই ফের এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পটিয়া কচুয়াই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিম আজিমপুর ব্রাম্মণপাড়াস্থ পাকা রাস্তারে পাশে একটি খালি জমি থেকে এই লাশ উদ্ধার করা হয়। মরদেহটির পরিচয় এখনো জানা যায়নি।
পটিয়া থানার এসআই কামরুজ্জমান পুলিশ জানিয়েছেন, মৃতদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং এটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও পরিচয় উদঘাটনে সিআইডি টিম তদন্ত শুরু করেছেন।
স্থানীয় এলাকাবাসী জানান, মৃত ব্যক্তিকে তারা আগে কখনো দেখেননি এবং তার পরিচয় সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। চুরি, ডাকাতি, ছিনতাই, খুনসহ নানা অপরাধ বেড়ে যাওয়ায় উদ্বেগ বেড়েছে স্থানীয়দের মাঝে।
প্রসঙ্গত, গত ২৩ জানুয়ারি একই ইউনিয়নে আলমগীর হোসেন (৪০) নামের এক অটোরিকশা চালককে হাত পা বেঁধে খুন করে গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তিনি রাঙ্গুনিয়া উপজেলার পুর্ব পারুয়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের পুত্র।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :