ফরিদগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন চাঁদপুর জেলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের ফোরাম চাঁদপুরে ঢাবিয়ান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কাঙ্খিত জিপিএ অর্জনই স্বপ্ন নয়। চোখ খোলা রেখে সতর্ক থেকে স্বপ্ন দেখতে হয়। দূরের স্বপ্ন বাস্তবায়নে কাছের স্বপ্নকে ফোকাস করো। নিজের মধ্যে শৃঙ্খলা, কমিটমেন্ট, চেষ্টা থাকতে হবে। স্বপ্নকে বাস্তবায়নে কাজ করতে হবে। স্বপ্ন বাস্তবায়নের এ পিচ্ছিল রাস্তায় পা পিছলে গেলে আর ফিরে আসা কঠিন।
শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি আরো বলেন, স্বপ্ন পূরণে তুমি অনেক সাথী পাবে। তবে আগে নিজেকে সে জায়গায় নিয়ে যেতে হবে। যখন সমাজ কাউকে ভালো স্বীকৃতি দেয় না, তখন তার মাঝে হতাশা কাজ করে। এক সময় বাবা-মা ও আস্থা হারিয়ে ফেলে। তখনই মানুষ বিপদগামী হয়।
চাঁদপুরে ঢাবিয়ান’র আহবায়ক আলমগীর হোসেন বাহারের সভাপতিত্বে এবং সদস্য আব্দুল মতিন সরকার নিশাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আব্দুর রকিব, দৈনিক ঢাকার ডাক পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ বি এম শামসুল আলম হিরু, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ্, ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ্ আলম।
উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চাঁদপুরের ঢাবিয়ান’র দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস সামি, অর্থ সম্পাদক ইউসুফ আলী খান, সদস্য আব্দুল্লাহ আল মামুন, জাওহার আহাম্মেদ, ইউনিএইড চাঁদপুরের পরিচালক হাফিজ আল আসাদ বাবর, সেবার আলো সামাজিক সংগঠনের সভাপতি মাহিদুল ইসলাম, কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঙ্কজ কুমার শর্মা প্রমুখ।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :