AB Bank
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ১৯ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিংগাইরে গরু চোর চক্রের ৬ সদস্য আটক


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,মানিকগঞ্জ
০৬:৩২ পিএম, ২ ফেব্রুয়ারি, ২০২৫
সিংগাইরে গরু চোর চক্রের ৬ সদস্য আটক

মানিকগঞ্জের সিংগাইরে ৩টি গরুসহ পিকআপ ও গরু চোর চক্রের ৬ সদস্যকে আটক করে থানা পুলিশে হস্তান্তর করেছেন স্থানীয় জনতা। 

রবিবার (২ জানুয়ারি) ভোর রাতে উপজেলার ধল্লা ইউনিয়নের দক্ষিন ধল্লা এলাকা থেকে তাদের আটক করেন। আটকৃতরা হলেন- ঢাকা জেলার সাভার থানার ইমানদীপুর গ্রামের মৃত.আব্দুস সাত্তার মিয়ার ছেলে রতন রেজা (৩৫), সাভারস্থ তালবাগ এলাকার এমএ মালেকের ছেলে খোরশেদ আলম (৪২) একই মহল্লার শুকুর আলীর ছেলে আব্দুস সাত্তার (৫১), মজিদপুর গ্রামের কামাল মিয়ার ছেলে রুবেল আহমেদ (২৮), একই মহল্লার মনির হোসেনের ছেলে রনি আহমেদ (২৪), ভোলা জেলার চর ফ্যাশন থানার লালমোহন গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো. জনি (২২)।

স্থানীয় সূত্রে জানাযায়, পার্শ্ববর্তী ঢাকা জেলার ধামরাই উপজেলার রোয়াইল এলাকা থেকে গরু চুরি করে পিকআপ গাড়ী যোগে সিংগাইর হয়ে ভোর রাতে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয়। পরে পিকআপ গাড়ি থামিয়ে গাড়ীর  কোন নাম্বার প্লেট না থাকায় ব্যাপক জিজ্ঞাসাবাদে  তাদের আটক করা হয়। আটককৃতদের পুলিশে সোর্পদ করেন স্থানীয়রা।

এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর ৩টি গরু ৬ জন আটকের বিষয়টি নিশ্চিত করেন। কিন্তু চুরির বিষয়টি এখনও  নিশ্চিত করে বলা যাচ্ছে না। তথ্য যাচাই-বাচাই চলছে বলে জানান তিনি।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!