AB Bank
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ১৯ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিয়ামতপুরে মাদ্রাসা শিক্ষকের জমি দখলের অভিযোগ


Ekushey Sangbad
নিয়ামতপুর উপজেলা প্রতিনিধি, নওগাঁ
০৬:৩৮ পিএম, ২ ফেব্রুয়ারি, ২০২৫
নিয়ামতপুরে মাদ্রাসা শিক্ষকের জমি দখলের অভিযোগ

নওগাঁর নিয়ামতপুরে মাদ্রাসা শিক্ষকের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিয়ামতপুর থানায় গত ২৬ জানুয়ারি বিকেলে ভুক্তভোগী আসাদুজ্জামান বাদী হয়ে অভিযোগ দায়ের করেন।

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, হালাই হুলায় ও বড়গ্রাম মৌজায় জেল নং- ২৬৯ ও ২৭২ এর খতিয়ান নং- ১৭২ এর দাগ নং- ৫০৬ ও ৫১০ জমির পরিমান ০.১৫৯৪৮ ও ০.৬৪০৫২২ এবং খতিয়ান নং- ১০২৯ এর দাগ নং- ৩০৯৪ জমির পরিমাণ ০.৩০০০০ আমার বাপ দাদার পৈত্রিক সম্পত্তিতে জোরপূর্বক ক্ষমতার দাপট দেখিয়ে নিজের জমি বলে  জোরপূর্বক দখলে নিয়েছে। অভিযুক্ত জেলার পোরশা উপজেলার বড়গ্রাম ইউনিয়নের হালাই হুলাই গ্রামের আবুল কাশেম, শহিদুর রহমান, কামাল হোসেন তারা তিনজন মিলে আমার বাপ দাদার পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলে নেওয়ার পায়তারা করছে। গত ২০ জানুয়ারি আমি জমিতে গেলে তারা আমাকে অন্যায় ভাষায় গালিগালাজ করে। আমি নিষেধ করতে গেলে তারা আমাকে প্রাণ নাশের চেষ্টা করে।  আমি ভয়ে পালিয়ে স্থান ত্যাগ করে চলে আসি।

এ ঘটনায় ভুক্তভোগী আসাদুজ্জামান বলেন, ‘আমরা দীর্ঘদিন এই জমি ভোগ দখলে রয়েছি। আমাদের জমির কাগজপত্র ঠিক আছে। আমি জমির খাজনা খারিজ করেছে। এরপরও পাশের জমির কিছু ভূমিদস্যুরা জোরপূর্বক জমি দখলে নেওয়ার পায়তারা করছে। তাদের একাধিকবার বসে একটা মিমাংসা করার চেষ্টা করা হয়েছে। তারা ঐ জমির কোন কাগজপত্র দেখাতে পারে নি। আমি এ ঘটনায় আইনের নিকট সুষ্ঠু বিচার চাই।’

নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।’

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!