গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী সন্দেহে আটক এক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলাকালে পুলিশের ওপর হামলার পর নিরাপত্তা জোরদারে সাঁজোয়া যানসহ সেনাবাহিনী মোতায়েন করা হয়।
গতকাল রোববার রাত সাড়ে ৯টা থেকে আজ সোমবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত সেনা সদস্যরা টুঙ্গিপাড়া থানা ঘিরে রেখে নিরাপত্তা নিশ্চিত করেন। থানা সংশ্লিষ্টরা বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, পুলিশের ওপর হামলার ঘটনায় ১৭৫ জনের নাম উল্লেখ করে এবং ৩০০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে উল্লেখ করে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (ওসি) খোরশেদ আলম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযুক্তরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে অভিযান অব্যাহত রয়েছে।
গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে টুঙ্গিপাড়া উপজেলা সদরের বঙ্গবন্ধু সমাধির কাছেই আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় পুলিশ একজনকে আটক করে। পরে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা তাঁকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। হামলায় টুঙ্গিপাড়া থানার পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।
হামলাকারী সবাই স্থানীয় আওয়ামী লীগ সমর্থক বলে জানিয়েছে পুলিশ।
একুশে সংবাদ/ই.ট/এনএস
আপনার মতামত লিখুন :