বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম নগরের পূর্ব নাসিরাবাদ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আনোয়ারা ড্রেস মেকারসের শ্রমিকরা।
আন্দোলনকারীরা জানিয়েছেন, মালিকপক্ষ বকেয়া পরিশোধ না করা পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটা থেকে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ শুরু করেন আনোয়ারা ড্রেস মেকারসের শ্রমিকরা। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকরা জানান, এক বছর ধরে তাদের বেতন নিয়ে গড়িমসি করছে মালিকপক্ষ। সর্বশেষ তিন মাস ধরে তাদের বেতন পরিশোধ করা হচ্ছে না। তারা বেতনের নিশ্চয়তা না পেলে সড়ক ছাড়বেন না বলে জানিয়েছেন।।
বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) হেলাল হোসেন জানান, ‘শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলে পুলিশ বিষয়টি সমাধানের চেষ্টা করছে।’
একুশে সংবাদ/ঢ.প/এনএস
আপনার মতামত লিখুন :