নেত্রকোনার মদনে দুর্বৃত্তদের আগুনে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার গভীর রাতে উপজেলার মাঘান ইউনিয়নের ঘাটুয়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে কৃষকের দাবি প্রতিপক্ষের দেয়া আগুনে পুড়েছে গোয়াল ঘরে থাকা ধান ও গরু। এ নিয়ে রবিবার সন্ধ্যায় প্রতিপক্ষের বিরুদ্ধে মদন থানায় অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক।
ক্ষতিগ্রস্ত কৃষক খায়ের চৌধুরী উপজেলার মাঘান ইউনিয়নের ঘাটোয়া গ্রামের বকুল চৌধুরীর ছেলে ও আনিস চৌধুরীর ভাতিজা। অপরদিকে অভিযুক্ত রমজান মিয়া খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের বাতিল গ্রামের বাসিন্দা।
তবে দুটি গ্রাম দুই উপজেলার সীমান্ত এলাকার এবং নদীর এপার ওপারে অবস্থিত। উভয় পক্ষই এক হাওরেই কৃষি জমি চাষাবাদ করেন।
স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, ঘাটোয়া গ্রামের আনিস চৌধুরীর সাথে পাশের গ্রাম খালিয়াজুরী উপজেলার বাতুয়াইল গ্রামের রমজানের সাথে জমি জমা নিয়ে বিরোধ চলছিল। শনিবার গভীর রাতে খায়ের চৌধুরীর গরুর খামারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে প্রতিবেশীদের ডাক চিৎকারে শুনে তারা আগুন নেভানোর চেষ্টা করেন। খামারে থাকা চারটি গরু অগ্নিদগ্ধ হয় এরমধ্যে দুটি মারা যায়। এছাড়াও খামারের একপাশে গুলায় থাকা ধান পুড়ে নষ্ট হয়ে যায়।
খায়ের চৌধুরীর চাচাত ভাই পারভেজ চৌধুরী বলেন, পাশের বাতোয়াইল গ্রামের রমজান আমার চাচা জমি জোরপূর্বক দখল করে শনিবার রাতে ধান রোপন করে। এ বিষয়টি গোত্রীয় লোকজন নিয়ে শনিবার রাতে আমরা মিটিং করি। রাত একটার দিকে মিটিং শেষ করে সবাই যার যার ঘরে ঘুমাতে যাই। এরপর রাত তিনটার দিকে প্রতিবেশীদের ডাক চিৎকারে আমরা সজাগ হয়ে দেখি আমার ছোট ভাই খায়ের চৌধুরীর গোয়াল ঘরে অগ্নিকাণ্ডে চারটি গরু অগ্নিদগ্ধ হয়ে দুটি গরু মারা যায়। গোয়াল ঘরের গোলায় থাকা দুইশত মন ধান পুড়ে নষ্ট হয়ে গেছে। এই অগ্নিকাণ্ডের ঘটনাটি রমজান মিয়া ও তার লোকজন ঘটিয়েছে বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি।
রমজান মিয়া তাদের বিরুদ্ধে ওটা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি মদন উপজেলা শহরে পরিবার নিয়ে থাকি। খায়ের চৌধুরীর সাথে আমাদের কোন বিরোধ নেই। আমরা শনিবার দিনে বাড়ির সামনের হাওরের জমিতে ধান রোপন করি। আনিস চৌধুরী তার লোকজন নিয়ে শনিবার রাতের আঁধারে মই দিয়ে ভেঙে ফেলে। আবার তারা রবিবার জোরপূর্বক জমিটি দখল করে ধান রোপণ করে। এ ব্যাপারে আমি থানায় অভিযোগ দিয়েছি।
মদন থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সে নাঈম মোহাম্মদ নাহিদ হাসান জানান, গাটুয়া গ্রামের খায়েশ চতুরির গোয়াল ঘরের অগ্নিকাণ্ডের ঘটনায় আজ রোববার সন্ধ্যায় একটি অভিযোগ পেয়েছি অভিযোগ পাওয়ার সাথে সাথেই পুলিশ পাঠিয়েছি তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :