সিরাজগঞ্জ সলঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে সলংগা থানার ১ নং রামকৃষ্ণপুর ইউনিয়নের ঢাকা নাটোর মহাসড়কে হরিণ ছাড়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত যাত্রী, উল্লাপাড়া উপজেলার দাঁতপুর বালশা বাড়ি এলাকার মৃত জামাল উদ্দিন প্রামানিক ছেলে মো. সেলিম রেজা (৪৬)।
সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান বলেন, সকালে উল্লাপাড়া থেকে ছেড়ে আসা রাজশাহী গামী রত্না পরিবহনের যাত্রীবাহী বাস সলঙ্গা থানার ১নং রামকৃষ্ণপুর ইউনিয়নের ঢাকা নাটোর মহাসড়কের কৈসার বিল নামক স্থানে পৌছাইলে বাসের ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে
খাদে পরে মো. সেলিম রেজা (৪৬) নামের এক যাত্রী ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন দুর্ঘটনা কবলিত বাসটি আইনগত ব্যবস্থার জন্য থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :