AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোরেলগঞ্জে শিশুশ্রম নিরসনে মতবিনিময় সভা


Ekushey Sangbad
ফাহাদ হোসেন, মোরেলগঞ্জ, বাগেরহাট
০৪:২০ পিএম, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
মোরেলগঞ্জে শিশুশ্রম নিরসনে মতবিনিময় সভা

"এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই" এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে  শিশু শ্রম নিরসনে করনীয় নির্ধারনে অংশীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুস্টিত হয়েছে। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) মোরেলগঞ্জ পৌরসভার সভাকক্ষে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মোঃ নাজমুল ইসলাম এর সভাপতিত্বে শিশুশ্রমে নিয়োজিত শিশুদের মায়েদের নিয়ে এ আলোচনা সভায় অনন্যদের মধ্যে  মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজাহিদুল ইসলাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস,মোরেলগঞ্জ পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা নুর মোহাম্মদ মল্লিক, ওর্য়াল্ড ভিশন মোরেলগঞ্জ এরিয়া ম্যানেজার তপন কুমার মন্ডল,পৌরসভার সাবেক সংরক্ষিত কাউন্সিলর হিরা বেগম, স্থানীয় সুধীজন এ সময়ে উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় উপস্থিত সকলের উদ্দেশ্য ইউএনও নাজমুল ইসলাম বলেন, শিশু, কিশোর বয়সে যাদের স্কুলে যাবার কথা, বন্ধুদের সাথে খেলা করার কথা তারা সকালে উঠেই চলে যায় কাজ করতে।যে কোনো জাতির ভবিষ্যৎ কর্ণধার হচ্ছে শিশুরা। তাই শিশুশ্রম প্রতিরোধে সোচ্চার হতে হবে।যেখানেই শিশুশ্রম সেখানেই যদি প্রতিরোধ করা যায় তাহলেই শিশুশ্রম বন্ধ হবে।

শিশুরা যাতে কাজ না করে, প্রতি মাসে ৫ জন করে শিশুকে পড়াশোনার ব্যবস্হা করবো, শিশু কল্যান বোর্ড, শিশুশ্রম পরিবীক্ষন কমিটির মাধ্যমে শিশুশ্রম নিরসনে সকলের এগিয়ে আসতে হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!