ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় দরিদ্র পরিবারের মেধাবী মেডিকেল চান্স পাওয়া শিক্ষার্থী মোসাম্মাৎ ইমা আক্তারের পাশের দাঁড়ালেন বিএনপি`র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে তারেক রহমানের প্রতিনিধি হিসেবে কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শ্যামল মালো ও যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান সাইদুল ইসলাম পলাশ ইমার বাড়িতে যান। এ সময় তারা মেডিকেলে ভর্তি, বইসহ পড়ালেখার খরচ বাবদ নগদ অর্থ সহায়তা করেন।
ভাঙ্গা উপজেলার পৌর সদরের একজন মুদি দোকানদার বেলাল হোসেনের মেয়ে ইমা আক্তার এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজ জেলা ফরিদপুর মেডিকেল কলেজে সুযোগ পেয়েছেন। মেয়ের এমন সাফল্যে পরিবার ও গ্রামের সবাই খুশি হলেও মেডিকেলে ভর্তি ও পড়াশোনার খরচ চালিয়ে নিতে দুশ্চিন্তায় ছিলেন ইমা ও তার পরিবারের সদস্যরা। এ নিয়ে কয়েকদিন ধরে ফেসবুকে বিষয়টি ভাইরাল হয়। তখন তারেক রহমানের দৃষ্টিগোচর হওয়ার পর তিনি তার জন্য অর্থ সহায়তা পাঠান। এরপর মেডিকেলের প্রথম বর্ষের বইও ভর্তির টাকা ইমা ও তার বাবার হাতে তুলে দেন।
এ সময় ভাঙ্গা উপজেলা কৃষকদলের সভাপতি সাঈদ মুন্সী, পৌর বিএনপি নেতা শহিদুল ইসলাম বিটু, কৃষক যুবদল নেতা পলাশ মুন্সী, গোলাম আযম, রেজা মুন্সী, জেলা ছাত্রদল নেতা হৃদয় মুন্সি, ভাঙ্গা উপজেলা ছাত্রদলের আহবায়ক সানজিদ ফেরদৌস নিশু উপস্থিত ছিলেন।
এ সময় তারেক রহমানের প্রতিনিধি কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শ্যামল মালো বলেন, ইমা মেডিকেলে চান্স পেয়েও অর্থনৈতিক কারণে ভর্তি ও পড়াশোনা নিয়ে অনিশ্চয়তা দেখা দিলে বিভিন্ন মিডিয়ায় ফলাও হলে তরুণ প্রজন্ম নিয়ে যার এতো ভাবনা সেই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, প্রচার গোপন রেখে ভিতরে ভিতরে তিনি মসজিদ মাদ্রাসা, এতিমখানা, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সহ সামাজিক কর্মকাণ্ডে বিশাল ভূমিকার রাখেন। তার ফলশ্রুতিতে এই ভাঙ্গার মেধাবী ছাত্রী ইমার পাশে দাঁড়িয়েছেন। তার খোঁজখবর লন্ডনে বসে তিনি নিচ্ছেন এবং ভবিষ্যতে পড়ালেখার সকল খরচ আমাদের নেতা বহন করবেন।
এ সময় ইমার বাবা বেলাল হোসেন তারেক রহমানের প্রতিনিধি বাড়ি আসায় আল্লাহর দরবারে শুকরিয়া জানান।
ইমা তার প্রতিক্রিয়া জানান, আমার ভাগ্য পরিবর্তনে প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহর দরবারে, এরপরে আমার বাবা-মা, তারপরে আমার খবর নিয়ে পাশে দাঁড়ানোর জন্য জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :