মোংলায় জেন্ডার বান্ধব ও জলবায়ু সংবেদনশীল কার্যক্রমে চাহিদা ভিত্তিক খাত তৈরি ও বাজেট বৃদ্ধি বাস্তবায়ন ও মনিটরিং বিষয়ক" উপজেলা পর্যায়ে নাগরিক সংলাপ" বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় মোংলা উপজেলা কৃষি অডিটোরিয়ামে ইভলভ প্রকল্প সি এন আর এস এর সহযোগিতায় আয়োজিত ওই নাগরিক সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার প্রশান্ত হালদার, মৎস্য অফিসার মোঃ জাহিদুল ইসলাম, সমাজসেবা অফিসার এস এম মাসুদ রানা, মহিলা বিষয় কর্মকর্তা ইশরাত জাহান, চিলা ইউনিয়ন চেয়ারম্যান গাজী আকবর হোসেন, মিঠাখালী ইউনিয়ন চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল, সুন্দরবন ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান জেমস কুমার মন্ডল, প্রকল্প সমন্বয়কারী দেবাশীষ কুমার ঘোষ, HELVETAS প্রকল্প কর্মকর্তা কাশেম হাওলাদারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, মোঃ রবিউল ইসলাম, ইয়াসমিন আক্তার প্রমুখ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :