নারায়ণগঞ্জ জেলার বন্দরে আওয়ামী লীগের লিফলেট বিতরণের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বন্দর উপজেলার সোনাকান্দা এলাকার জামান মিয়ার নিজের অটোরিকশার গ্যারেজ থেকে জামান মিয়া এবং রূপালী এলাকার অপর একটি গ্যারেজ থেকে সাইদুল ইসলামকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের ২০ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক জামান মিয়া ও সংগঠনটির সক্রিয় কর্মী সাইদুল ইসলাম।
জানা গেছে, আটক জামান মিয়া বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে একটি মামলায় আসামি হয়েছিলেন। পরবর্তীতে তিনি আদালত থেকে জামিন পান।
পুলিশ ও স্থানীয়রা জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনায় গত দুই দিন ধরে বন্দর উপজেলার কলাগাছিয়া ও সোনাকান্দা এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের ২০ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জামান মিয়া ও কর্মী সাইদুল ইসলামসহ অন্যান্য কর্মীরা। পাশাপাশি নিজ অটোরিকশার গ্যারেজে লিফলেট বিতরণ করেন জামান মিয়া ও তার অনুসারীরা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :