টাংগাইলে ধনবাড়ী উপজেলা লাইসেন্সবিহীন, পরিবেশের জন্য ক্ষতিকর, পরিবেশ রক্ষার্থে এবং জনস্বাস্থ্যের জন্য হানিকর অবৈধ ইটভাটায় মঙ্গলবার (৪ জানুয়ারি ) দুপুরে বিভিন্ন ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বংশাই ব্রিকস ও সততা ব্রিকস এই দুই ইট ভাটাকে ১,৫০,০০০ টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্ট ।
ধনবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েম ইমরান এর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অর্থদণ্ডপ্রাপ্ত ইটভাটা দু’টি হলো ধনবাড়ী পৌর শহরে শততা ব্রিকস ও যদুনাথ পুর ইউনিয়নের বংশাই ব্রিকস। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন ধনবাড়ী থানা পুলিশ।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েম ইমরান জানান, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩’ অমান্য করায় সততা ব্রিকস এবং বংশাই ব্রিকস নামক দুটি ইট ভাটায় ১৬ ধারা আনুজাই মোট ১,৫০,০০০ ( এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা) জরিমানা করে তা আদায় করা হয়েছে। এছাড়াও তাদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :