AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ২১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ধনবাড়ীতে ইট ভাটায় অভিযান, লক্ষাধিক টাকা জরিমানা


ধনবাড়ীতে ইট ভাটায় অভিযান, লক্ষাধিক টাকা জরিমানা

টাংগাইলে ধনবাড়ী উপজেলা লাইসেন্সবিহীন, পরিবেশের জন্য ক্ষতিকর, পরিবেশ রক্ষার্থে এবং জনস্বাস্থ্যের জন্য হানিকর অবৈধ ইটভাটায় মঙ্গলবার  (৪ জানুয়ারি ) দুপুরে বিভিন্ন ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বংশাই ব্রিকস ও সততা ব্রিকস এই দুই ইট ভাটাকে ১,৫০,০০০ টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্ট ।

ধনবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েম ইমরান এর নেতৃত্বে এ মোবাইল কোর্ট  পরিচালিত হয়। অর্থদণ্ডপ্রাপ্ত ইটভাটা দু’টি হলো ধনবাড়ী পৌর শহরে শততা ব্রিকস ও যদুনাথ পুর ইউনিয়নের বংশাই  ব্রিকস। মোবাইল কোর্ট  পরিচালনায় সহযোগিতা করেন ধনবাড়ী  থানা পুলিশ।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েম ইমরান জানান, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩’ অমান্য করায় সততা ব্রিকস এবং বংশাই ব্রিকস নামক দুটি ইট ভাটায় ১৬ ধারা আনুজাই মোট ১,৫০,০০০ ( এক  লক্ষ পঞ্চাশ হাজার  টাকা) জরিমানা করে তা আদায় করা হয়েছে। এছাড়াও তাদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


একুশে সংবাদ/বিএইচ

Link copied!