AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ২১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নান্দাইলে বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত


Ekushey Sangbad
আমিনুল হক বুলবুল, নান্দাইল, ময়মনসিংহ
০৬:২০ পিএম, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
নান্দাইলে বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

ময়মনসিংহের নান্দাইলে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের চালক মো. সুমন মিয়া (৩০) নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো ৩ জন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল জোড়পুকুরপাড় এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত ইজিবাইকের চালক সুমন মিয়া নান্দাইল পৌরসভার দক্ষিণ চণ্ডীপাশা গ্রামের শহীদ মিয়ার পুত্র। আহতরা হলেন ইজিবাইকের যাত্রী উপজেলার ঘোষপালা গ্রামের নবী নেওয়াজের পুত্র সাদেকুর রহমান (৫৭), নিজ বানাইল গ্রামের হামিদ ব্যাপারীর পুত্র মুখশেদ আলী মাস্টার (৬৬) ও বারুইগ্রাম এলাকার সুলেমা আক্তার (৫৫)।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে নান্দাইল চৌরাস্তা থেকে যাত্রী নিয়ে সদরে আসার সময় ইজিবাইকটির সঙ্গে চৌরাস্তাগামী দ্রুতগতির একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক দুমড়ে–মুচড়ে গিয়ে ভেতরে চালক ও যাত্রী আটকে যায়। পথচারী ও হাইওয়ে থানা-পুলিশ তাদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগে ইজিবাইক চালকের মৃত্যু হয়।

নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক কামরুজ্জামান খোকন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। অন্য তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। বাস ও ইজিবাইক জব্দ করা হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!