AB Bank
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ওজনে কারচুপির অপরাধে শ্রীমঙ্গলে দুই পেট্টল পাম্পকে জরিমানা


Ekushey Sangbad
এহসান বিন মুজাহির, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
০৫:৪৮ পিএম, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
ওজনে কারচুপির অপরাধে শ্রীমঙ্গলে দুই পেট্টল পাম্পকে জরিমানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ওজনে কারচুপির অপরাধে মেসার্স শামসুদ্দিন এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনকে ১০ হাজার এবং নাহার পেট্টল পাম্পকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ এর নেতৃত্বে গতকাল বুধবার (৫ ফেব্রয়ারি) দুপুরে শহরের স্টেশন রোড ও মৌলভীবাজার রোড এলাকায়ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড করা হয়।


সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইউসুফ মুঠোফোনে জানান, শহরের বিভিন্ন পেট্টল পাম্পে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অভিভযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে স্টেশন রোডের শামসুদ্দিন এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশন ও  মৌলভীবাজার রোডের নাহার পেট্টল পাম্পে ওজনে কারচুপির অপরাধ প্রমাণিত হওয়ায় ‘ওজন পরিমাপ ও মানদন্ড আইন ২০১৮’ অনুযায়ী পরিমানে কম জ্বালানি সরবারাহের অপরাধে এ দুটি পাম্পকে অর্থদণ্ড করা হয়। অভিযান পরিচালনাকালে বিএসটিআই সিলেটের পরিদর্শক (মেট্টোলজি) মোঃ মঈন উদ্দিনসহ শ্রীমঙ্গল পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


এদিকে পৃথক অভিযানে শ্রীমঙ্গল চৌমুহনা এলাকায় কৃষি জমি থেকে অবৈধ মাটিবাহী একটি ট্রাক আটক করে মাটি জব্দ করা হয়। এসময় পরিবেশ সংরক্ষণ আইনে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশোধনী আইনে অভিযুক্ত ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ।


একুশে সংবাদ////র.ন

Link copied!