"সমৃদ্ধ হোক গ্রন্থাগার এই আমাদের অঙ্গীকার" এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে হক ফাতেমা পাঠাগারের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ে পাঠাগারের সভাপতি সাংবাদিক এনামুল হক বাবুলের সভাপতিত্বে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাঠাগারের গ্রন্থাগারিক প্রভাষক এহসানুল হক তানভীরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম সিদ্দিকী, হাবিবুল্লাহ, সামসুল হক, ইউপি সদস্য গোলাপ মিয়া, ইউপি সদস্য বিউটি আক্তার, সিনিয়র শিক্ষিকা জেবুন্নেচ্ছা দীপ্তি, রঞ্জন কুমার সরকার, সৌরভ হুসাইন, রাকিবুল ইসলাম, এহতেশামউল হক শাহিন, মিনা বেগম, আলফা হাসিনা লাকি লিজা আক্তার, মোছাঃ নাজনীন আক্তার প্রমুখ।
র্যালীতে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। এসময় বইপড়া আন্দোলন জোরদার করার আহবান জানানো হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :