গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলা শিল্পকলা একাডেমির সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে উপজেলা শিল্পকলা একাডেমি মতবিনিময় সভার আয়োজন করে।
মতবিনিময় সভার শুরুতেই উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি তাসনিম আক্তারকে উপজেলা শিল্পকলা একাডেমির সদস্যরা ফুলেল শুভেচছা জানান।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি তাসনিম আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমান সেলিমের সঞ্চালনায় মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, কার্যনির্বাহী সদস্য বিশিষ্ট নাট্যকর মোঃ শহীদুল ইসলাম বেলায়েত, নির্বাহী সদস্য মোঃ ওহিদুল ইসলাম, জীবন ও নির্বাহী সদস্য মোঃ ছিরু মিয়া, নির্বাহী সদস্য ও উপন্যাসিক সনোজ কুণ্ডু লিটু,
নির্বাহী সদস্য ও কবি মাহবুব হাসান বাবর, প্রধান শিক্ষক নুর ইসলাম বাকী, নির্বাহী সদস্য মিজানুর রহমান, সুজাউদ্দৌলা খান জুয়েল, কামরুল ইসলাম জুয়েল, কল্পনা রানী বিশ্বাস, সাধারণ সদস্য শরিফুল রোমান, রিপন কুণ্ডু, আরেফিন মুক্তাসহ অনেকে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :