‘‘এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনা মদনে উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রয়ারি) সকাল ১১ ঘটিকায় মদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাস।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা জামায়াতের সাবেক আমির মোঃ রিয়াজ উদ্দিন ইদ্রিস, উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহারুল ইসলাম হিরু, ফতেপুর ইউপি চেয়ারম্যান মোঃ সামিউল হায়দার শফি।
এছাড়া সমাবেশে আরও উপস্থিত ছিলেন- উপজেলা প্রশাসনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রশাসক বৃন্দ, উপজেলা ছাত্র সমন্বয়ক ফজল বিন সাঈদ ও মাহির আকন্দ ফয়সালসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :