AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেখ পরিবারের নামফলক মুছে দিলো যবিপ্রবির শিক্ষার্থীরা


Ekushey Sangbad
আলফাজ হোসেন আরবি,যবিপ্রবি প্রতিনিধি
০৭:৪১ পিএম, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
শেখ পরিবারের নামফলক মুছে দিলো যবিপ্রবির শিক্ষার্থীরা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন ভবন ও স্থাপনা থেকে স্বৈরাচার শেখ হাসিনার পরিবারের নাম এবং স্মৃতিফলক ভেঙ্গে দিয়েছে যবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা ছাত্রী হলের নামফলক, প্রধান ফটকে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, শেখ রাসেল জিমনেশিয়ামের নাম ফলক ভেঙে দেয়া হয়। এছাড়া এর আগে বুধবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের নাম রঙ দিয়ে মুছে দেয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার মুখ্য সংগঠক আল মামুন লিখন বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের অর্ধেকের বেশি ভবন স্বৈরাচার শেখ পরিবারের নামে ছিল। জুলাই বিপ্লবের পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নামগুলো পরিবর্তনের জন্য কোন পদক্ষেপ নেয়নি। তাই আমরা শিক্ষার্থীরা শৃঙ্খলার সাথে শেখ পরিবারের নামে যেই ভবনগুলো ছিল সেগুলোর নাম ফলক উঠিয়ে ফেলেছি। প্রশাসনের কাছে আমাদের প্রত্যাশা এই ভবন গুলোর নাম খুব দ্রুতই একাত্তরের মুক্তিযুদ্ধ এবং জুলাই আন্দোলনের নায়ক দের নামানুসারে রাখা হোক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার যুগ্ম আহ্বায়ক এস এম দোলেনুর করিম বলেন, ৫ই আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি সিস্টেমের দোহাই দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে পরিবর্তনগুলো হওয়ার দরকার ছিল সেগুলো এখন পর্যন্ত হয়নি। যেখানে পুরো বাংলাদেশের মানুষ এবং ছাত্র জনতার চাহিদা সেখানে এরকম কাজ গুলো দীর্ঘদিন পর্যন্ত ঝুলিয়ে না রেখে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের। এই কাজগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনেক আগেই করার দরকার ছিল যেহেতু তারা পারেনি তাই আমরাই শৃঙ্খলার সাথে প্রতিটা ভবনের নাম ফলক উঠিয়ে দিলাম। এটা ভবিষ্যতে কোন সরকার ব্যবস্থা যেন একনায়ক শাসন এবং শোষণ না করতে পারে তারই একটা হুঁশিয়ারি বার্তা।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সামিউল আজিম বলেন, ফাসিস্টের সকল স্মৃতি এই ভাবেই সবসময় ভেঙে দেয়া হয়।  এই ধ্বংসস্তূপ যেন সেখানেই রাখা হয় যাতে পরবর্তীতে যেই দলই ক্ষমতায় আশুক না কেনো সে যেন বুঝতে পারে ফ্যাসিবাদের শেষ পরিণতি কি হয়।

 

একুশে সংবাদ/ এস কে

 

 

 


 

 

 

Link copied!