AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুর জেলা ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ও স্মারকলিপি প্রদান


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, শেরপুর
১২:৪৭ পিএম, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
শেরপুর জেলা ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ও স্মারকলিপি প্রদান

শেখ হাসিনার শাসনামলে শেরপুর সরকারি কলেজের সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সব সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে কলেজে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে শেরপুর জেলা ছাত্রদল।

গতকাল (৬ফেব্রুয়ারি) শেরপুর সরকারি কলেজ চত্বরে এক র‌্যালির শেষে কলেজের অধ্যক্ষের বরবার স্মারকলিপি প্রেরণ করে জেলা,থানা ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা ৷

এসময় কলেজের অধ্যক্ষের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আনোয়ার হোসেন ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান  উত্তম কুমার নন্দী ৷

স্মারকলিপিতে উল্ল্যেখ করা হয়, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, শেরপুর সরকারি কলেজ শাখার নেতাকর্মী। পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলের শুরু থেকে আমরা দেশের গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবীতে আন্দোলন করে এসেছি। দেশের ছাত্র তরুণ যুবকদেরকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সংগঠিত করতে গিয়ে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নিপীড়নের শিকার হতে হয়েছে। আপনার ক্যাম্পাসেও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্রদলের নেতাকর্মীসহ অসংখ্য বিরোধী মতের সাধারণ শিক্ষার্থীকে নির্যাতন করেছে। আপনার প্রতিষ্ঠানের কতিপয় ফ্যাসিস্টের দোসর ছাত্রলীগের এই নির্যাতনের সহযোগীর ভূমিকা পালন করেছে।

বিগত জুলাই আগস্টের গণ-অভ্যুত্থান চলাকালীন ছাত্রলীগের সন্ত্রাসী ও তাদের দোসররা অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ওপর নারকীয় তাণ্ডব চালিয়েছে। এতে অনেক শিক্ষার্থী হতাহতের শিকার হয়েছে৷

আমরা বিশ্বাস করি, ঐতিহাসিক গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার নজিরবিহীন ত্যাগের প্রতি শ্রদ্ধা রেখে আপনি অতিদ্রুত আমাদের দাবী মেনে দোষীদের বিচারের আওতায় আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। দীর্ঘ দেড় দশকের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নিপীড়িত শিক্ষার্থীদের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করে আমাদেরকে বাধিত করবেন।

র‌্যালি শেষে কলেজের বটচত্বরে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ নাঈম হাসান উজ্জল,যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা ইমরুল কায়েস রিয়াদ,থানা ছাত্রদলের আহ্বায়ক মোঃ শারদুল ইসলাম মুরাদ ৷
অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন,থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শামীম,আঃ আজিজসহ অন্যান্য নেতাকর্মীরা ৷

 

একুশে সংবাদ/এনএস

Link copied!