চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী নদীতে মাছ ধরার সময় বিএসএফের হাতে আটক হওয়া বারিকুল ইসলাম নামে এক বাংলাদেশি মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তের ওপারে ভারতীয় অংশে এই ঘটনা ঘটে।
নিহতের পরিবার এবং স্থানীয় জনপ্রতিনিধিরা মৃত্যুর তথ্য জানিয়েছেন, তবে বিজিবি এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ দেননি। নিহত বারিকুল ইসলাম শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর গ্রামের সেতাবুর রহমানের ছেলে।
নিহতের ভাই সুমন আলী বলেন, রাতে সীমান্ত সংলগ্ন পদ্মা নদীতে মাঝ ধরতে যায় বারিকুলসহ আরও কয়েকজন। এ সময় বিএসএফ সদস্যরা বারিকুলকে ধরে নিয়ে যায়। পরে তাদের নির্যাতনে মৃত্যু হয়েছে তার। বিষয়টি ভারতে থাকা আত্মীয়দের মাধ্যমে নিশ্চিত হয়েছি।
সুমন আলী বলেন, ‘বিএসএফ সদস্যরা লাঠি দিয়ে বারিকুলের শরীরের বিভিন্ন স্থানের পাশাপাশি মাথায়ও আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যায় সে।’
দুর্লভপুর ইউপি চেয়ারম্যান মুহা. আজম আলী বলেন, ‘বারিকুল সীমান্তের ওপারে মারা গেছে এটা নিশ্চিত। ভারতের একটি হাসপাতালে তার ময়নাতদন্তও সম্পন্ন হয়েছে। আমরা বিজিবিসহ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে চেষ্টা করছি মরদেহ ফেরত আনার জন্য।’
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজহার আলী বলেন, ‘স্থানীয় একজন জনপ্রতিনিধি বিষয়টি আমাকে জানিয়েছেন। তবে সরকারিভাবে এখনও কোনো তথ্য পাইনি।’
চাঁপাইনবাবগঞ্জের বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান বলেন, ‘নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে বাংলাদেশি নিহতের খবর জানতে পারিনি। আমরা চেষ্টা করছি জানার। জানতে পারলে আপনাদের জানানো হবে।’
একুশে সংবাদ/ই.ট/এনএস
আপনার মতামত লিখুন :