সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সাবেক এমপি ডাঃ মুরাদ হাসান এর বাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুদ্ধ জনতা।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। তিনতলা এ বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে স্থানীয় এলাকাবাসী জানান।
স্থানীয় এলাকাবাসী আরও জানান, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বিক্ষুদ্ধ জনতা ১০-১২টি মোটর সাইকেল নিয়ে বাড়ির সামনে জড়ো হয়। এরপর তারা বাড়িতে হামলা ও ভাংচুর চালায়। পরে তারা অগ্নিসংযোগ করে চলে যায়।
আ`লীগ সরকার পতনের পর ডাঃ মুরাদ হাসান আত্মগোপনে রয়েছেন এবং তিনি আর বাড়িতে আসেনি বলে জানান প্রহরী মোকাদ্দেছ আলী। অপর দিকে একই সময়ে পোগলদীঘা ইউনিয়নের তারাকান্দি এলাকায় সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশার বাড়িতে হামলা ও ভাংচুর করেছে বিক্ষুদ্ধ জনতা।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :