বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৩ নং নিশানবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষীকি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুস্টানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বাগেরহাট জেলা বিএনপি নেতা, কে কে গ্রুপের চেয়ারম্যান, মোরেলগঞ্জ-শরনখোলা থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।
শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্তরে এ দোয়া অনুস্টানে শত শত মানুষ অংশ নেয়। উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্য কাজী খায়রুজ্জামান শিপন বলেন,আব্দুল আজিজ চাচা নিশানবাড়িয়া ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান ছিল,বিএনপির চরম দুঃসময়ে আমার পাশে ছিলেন,আপনারা সবাই তার জন্য দোয়া করবেন তাকে যেন আল্লাহ জান্নাত দান করেন।
এ সময় বিএনপির এ নেতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া চাইলেন।মোরেলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হক বাবুল,পৌর বিএনপির আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শামীম আহসান ফকির,যুগ্ন আহবায়ক সামাদ হোসেন ফকির,পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান মিলন, যুগ্ন আহবায়ক ফকির রাসেল আল ইসলাম,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আফজাল জোমাদ্দার,নিশানবাড়িয়া ইউনিয়ন বিএনপি নেতা মরহুম আজিজ চেয়ারম্যানের সন্তান আবদুল্লাহ আল মারুফ (বাবু) সহ স্থানীয় জনসাধারণ সহ অনন্য নেতৃবৃন্দ এ সময় তার সাথে উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :