‘শিক্ষাই আলো, ক্রীড়াই শক্তি’ শ্লোগানে সদরপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সদরপুর স্টেডিয়াম মাঠে আয়োজিত ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ফজলুল রহমান।
সদরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সদরপুর উপজেলা নির্বাহী অফিস জাকিয়া সুলতানা।
এসময় আরও উপস্থিত ছিলেন- সাবেক অধ্যক্ষ এএইচএম ইছহাক মিয়া, সদরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী বদরুতজ্জামান, সাবেক ভিপি তরিকুল ইসলাম কবির মোল্যা, সাবেক সাংগাঠনিক সম্পাদক বাহালুল মাতুব্বর, সহসভাপতি মোঃ বাবুল মিয়াসহ কলেজের শিক্ষকবৃন্দরা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :