বগুড়ার আদমদীঘিতে উপজেলা ভূমি অফিসের পাশাপাশি ইউনিয়ন পরিষদে জনসাধারণদের সেবা প্রদান করেছেন এসিল্যান্ড। কয়েকমাস আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদে প্রশাসকের দায়িত্ব নেওয়ার পর থেকে সেবাপ্রত্যাশীদের কাঙ্ক্ষিত সুবিধা দিয়ে আসছেন। এতে জনসাধারণদের পড়তে হচ্ছেনা কোন রকম ভোগান্তি বা বিড়ম্বনায়। দুই দপ্তরে সমানভাবে এমন কার্যক্রমে তাঁকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
জানা যায়, ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কোনঠাসা হয়ে পড়েন দলীয় মন্ত্রী, এমপি ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মামলা হামলার ভয়ে আত্মগোপনে থাকছেন তারা। মামলা থেকে বাদ যায়নি ইউনিয়ন পরিষদের নৌকার চেয়ারম্যানরাও৷ ইতিমধ্যে অনেক ইউপি চেয়ারম্যান জেল হাজতে আটকা পড়েছে। এতে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানদের অনুপস্থিতি বেড়ে যায়। যারফলে পরিষদে কার্যক্রমে বিঘ্নতা সৃষ্টি হয়। সরকার জনসাধারণের জন্য এ বিষয়ে চিন্তা করে সেবার কার্যক্রম চলমান রাখতে কোথাও প্যানেল চেয়ারম্যান আবার কোথাও প্রশাসকের নিকট দায়িত্বভার দেন। এরই ধারাবাহিকতায় বগুড়ার আদমদীঘির সদর ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব পান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা। দায়িত্ব নেওয়ার পর থেকে তার মতো করে কর্যক্রম পরিচালনা করেন৷ নাগরিকত্ব, চারিত্রিক, ওয়ারিশিয়ান সনদ, জন্ম ও মৃত্যু নিবন্ধন সহ বিভিন্ন বিষয়ে অধিক গুরুত্ব দেন তিনি। এদিকে একইভাবে ভূমি অফিসে সেবাপ্রত্যাশীদের ভোগান্তি ছাড়াই সুবিধা দিয়ে আসছেন। যারফলে কাজের অধিক চাপ থাকা সত্বেও দায়িত্বে কোন অবহেলা প্রকাশ করেনি এসিল্যান্ড মাহমুদা সুলতানা।
সেবাপ্রত্যাশী কামরুল ইসলাম ও আলম হোসেন জানান, কয়েকদিন আগে ইউনিয়ন পরিষদে প্রত্যয়ন নিতে যায়। তখন উদ্যোক্তা দুইজনকে আবেদন করে দেয়। এরপর স্বাক্ষরের জন্য প্রশাসকের রুমে গেলে তিনি পরিষদে না থাকায় ভূমি অফিসে যায় সঙ্গে সঙ্গে তিনি স্বারক করে দেন। ভেবেছিলাম স্যার কাজে ব্যস্ত থাকবে এজন্য স্বাক্ষর না পেয়ে বাড়িতে ফিরতে হবে। কিন্তু তাঁর বিনয়ী আচরণে অত্যন্ত ভালো লেগেছে। দেখলাম অনেকেই নাগরিকত্ব সনদপত্র, চারিত্রিক সনদসহ বিভিন্ন কাজে এসে স্বাক্ষর নিয়ে যাচ্ছে। বরং চেয়ারম্যানের কাছে স্বাক্ষরের জন্য দুইতিনও ঘুরেও ব্যাপক ভোগান্তির শিকার হতে হয়েছে।
আমইল গ্রামের আকলিমা খাতুন জানান, ভূমি অফিসে গিয়েছিলাম ২৪ শতকের একটি জমির নামজারি করে সেই টাকা দিয়ে মেয়েকে বিয়ে দিবো। স্যারকে বিষয়টি অবগত করলে দ্রুত নামজারি করে দেন। তাঁর আচার-ব্যবহারে মুগ্ধ হয়েছি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা জানান, সেবাপ্রত্যাদের জন্য আমার দরজা সব সময় খোলা রয়েছে। ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন ৩০ শতাংশ থেকে এখন শতভাগ নিশ্চিত করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :