AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রোহিঙ্গাদের আবারও পুশ করার চেষ্টা চলছে: নৌ উপদেষ্টা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, বান্দরবান
০৫:৫৭ পিএম, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
রোহিঙ্গাদের আবারও পুশ করার চেষ্টা চলছে: নৌ উপদেষ্টা

মিয়ানমারের সীমান্ত থেকে আবারও রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ধুমধুম ইউনিয়নে এশিয়ান হাইওয়ে সংলগ্ন সীমান্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, মায়ানমারের সঙ্গে স্থল পথে এশিয়ান হাইওয়ে সড়কটি দুদেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যার কারণে এখানে আজ না-হোক, কাল স্থল বন্দর স্থাপনের সম্ভাবনা রয়েছে। কিন্তু বর্তমানে আরাকানে বিরাজমান পরিস্থিতির কারণে দুদেশের মধ্যে যোগাযোগ কিছুটা বিঘ্নিত হচ্ছে।

তিনি বলেন, আরাকানের জন্য বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। স্থল বন্দরের বিষয়ে সরকারের পরিকল্পনা আছে বলেই তিনি সরেজমিনে দেখতে এসেছেন।

তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে। বিজিবির টহল জোরজার রয়েছে। কিন্তু মিয়ানমারের ওপার থেকে আবারো রোহিঙ্গা নাগরিকদের এপারে পুশ করার প্রচেষ্টা চলছে। তবে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী কঠোরভাবে তা মোকাবেলা করছে।

এসময় উপস্থিত ছিলেন, স্থল বন্দর কতৃপক্ষের চেয়ারম্যান মানজারুর মান্নান, কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ ইয়ামিন, ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফারুক হোসেন খানসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তাবৃন্ধ।

 

একুশে সংবাদ/ব/এনএস

Link copied!