সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের বাইনচাপড়া জলমহালের কাটা বেড় দেওয়া ডুবাতে অবৈধভাবে হামলা চালিয়ে বিভিন্ন জাতের ছোট বড় মাছ শিকার করে নিয়ে যায়। সরকারের ইজারাকৃত বাইনচাপড়া জলমহালে ২০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ তুলেছে মালিক পক্ষ ইজারাদাররা ।
ঘটনাটি ঘটেছে শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে মাছ শিকারের উপকরণ সহ পওল বাইছারা এ লুটের ঘটনা ঘটায়। অভিযোগে প্রকাশ হয়েছে প্রায় ৪ হাজার লোক এক সাথে দলবদ্ধ হয়ে জলমহালে হামলা চালায়।
জানা যায়, ময়মনসিংহ জেলার শ্যামগঞ্জ, টাঙ্গাইল জেলা ও নেত্রকোনা জেলার বিভিন্ন এলাকার লোকজন এক সাথে পুর্বপরিকল্পনা অনুযায়ী সংঘবদ্ধভাবে এ লুটপাটের ঘটনা ঘটায়।
এসময় জলমহালের ইজারা প্রাপ্ত সমিতির সভাপতি মোঃ চান মিয়া অভিযোগ করে বলেন, বহিরাগত বিভিন্ন জেলার প্রায় ৪ হাজার লোকজন এসে, সারা ফিসারে হামলা চালিয়ে ২০ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায়।
এসময় মধ্যনগর থানার পুলিশকে খবর দিলে,সাথে সাথে দুই ডজন পুলিশ সরজমিনে গিয়ে লুটেরা পওল বাইছাদেরকে নিয়ন্ত্রণে আনতে পারেনি। চামরদানী ইউনিয়নের বাইনচাপড়া জলমহালের কাটা বেড় দেওয়া ডুবাতে হামলা চালিয়ে বিভিন্ন জাতের ছোট বড় মাছ শিকার করে নিয়ে যায়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :