পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় পুকুর থেকে মর্জিনা বেগম (৬২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার শালবাহান ইউনিয়নের গড়িয়াগছ গ্রামে একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। মৃত মর্জিনা উপজেলার সদর ইউনিয়নের জিয়ানগর গ্রামের মৃত.শামসুল হকের স্ত্রী। তিনি মানসিক রোগী ছিলেন।
স্থানীয় ও পরিবারের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরেই মানসিক রোগী ছিলেন মর্জিনা বেগম। সকালে শালবাহান গড়িয়াগছ এলাকার ভাইয়ের বাড়িতে বেড়াতে যান। সেখানে যাওয়ার পর থেকেই নিখোঁজ হলে খোজাখুজি করা হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে সন্ধ্যার দিকে গড়িয়াগছ গ্রামের স্বাস্থ্যকর্মী (অব.) লুৎফর রহমানের বাড়ির পাশের পুকুরে ওই নারীর মরদেহ ভেসে উঠলে জানাজানি হয়। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। তিনি কখন কিভাবে পুকুরে পড়েছেন তা জানা যায়নি।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত কবির বলেন, সন্ধ্যার সময় শালবাহান ইউনিয়নের গড়িয়াগছ গ্রামের একটি পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ হতে কোন অভিযোগ না থাকায় মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :