গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাছ ধরতে গিয়ে বিপুল মন্ডল (৪৩) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। এর ১২ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও তার সন্ধান পায়নি পরিবার।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার আমতলী ইউনিয়নের গচাপাড়া খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি। বিপুল মন্ডল উপজেলার আমতলী ইউনিয়নের দক্ষিণ গচাপাড়া গ্রামের মতিলাল মন্ডলের ছেলে।
জানা গেছে, প্রতি দিনের মতো সন্ধ্যায় বিপুল মন্ডল গচাপাড়া গ্রাম সংলগ্ন খালের সুঁইচ গেটের পাশে চরপাটা জাল দিয়ে মাছ ধরতে যায়। বিপুল মন্ডল রাতে বাড়ীতে ফিরে না আসায় তার স্ত্রী ও ছেলে ওই খালে খুঁজতে যায়।খালে তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুজি করে। পরে ওই স্থান থেকে অনেক দূরে গিয়ে তার নৌকায় ভিজা কাপড় ও বন্ধ মোবাইলসহ টর্চ লাইট দেখতে পায়। তার স্ত্রীর ধারনা কেউ তার স্বামীকে ধরে নিয়ে যেতে পারে।
এদিকে আজ রবিবার খালে জেলে নিখোঁজ হওয়ার খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিস মাদারীপুর ফায়ার সার্ভিসের একদল ডুবুরি নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। এই ঘটনায় গচাপাড়া গ্রামের সাধারন মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল কালাম আজাদ বলেন, মাছ ধরতে গিয়ে একজন নিখোঁজের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :