AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বালিয়াডাঙ্গীতে মেডিকেলে চান্স পাওয়া শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন


Ekushey Sangbad
আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল, ঠাকুরগাঁও
০৬:২৭ পিএম, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
বালিয়াডাঙ্গীতে মেডিকেলে চান্স পাওয়া শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মেডিকেলে চান্স পাওয়া দুই শিক্ষার্থীর পড়ালেখা খরচের দায়িত্ব নিয়েছে উপজেলা প্রশাসন।  দুই শিক্ষার্থীর হাতে ভর্তির খরচ বাবদ নগদ অর্থের চেক প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ। 

রবিবার (৯ফেব্রুয়ারি) বিকালে ময়মনসিংহ মেডিকেল কলেজে চান্স পাওয়া পাড়িয়া ইউনিয়নের ক্ষুদ্র মাছখুড়িয়া গ্রামের সৌরভ হোসেন রিশাদের হাতে নগদ অর্থের চেক তুলে দেন ইউএনও পলাশ কুমার দেবনাথ। এ সময় তাকে শুভেচ্ছা এবং পরবর্তীতে যে কোন ধরনের সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দেন। 

এর আগেও গত ২৬ জানুয়ারি কুষ্টিয়া মেডিকেল কলেজে চান্স পাওয়া বড়পলাশবাড়ী ইউনিয়নের কিসমত পলাশবাড়ী গ্রামের জেমি আকতারকে আর্থিক সহায়তা করেন ইউএনও। 

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ জানান, মেডিকেলে চান্স পাওয়া শিক্ষার্থীরা পুরো দেশের সম্পদ। উপজেলা প্রশাসন ৫ জনকে শুভেচ্ছা জানিয়েছে এবং দুজনের পড়াশোনা সব খরচের দায়িত্ব নিয়েছে। বালিয়াডাঙ্গী উপজেলা থেকে উচ্চ শিক্ষা নিতে ইচ্ছুক এমন সব শিক্ষার্থীদের সহযোগিতা করতে আমরা প্রস্তত। 

চলতি বছর বালিয়াডাঙ্গী উপজেলা থেকে ৫ জন থেকে ৫টি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।  যশোর মেডিকেল কলেজে চান্স পেয়েছেন মাহাজাবিন ইসরাত মিম, কুষ্টিয়া মেডিকেলে চান্স পেয়েছেন জেমি আকতার, ময়মনসিংহ মেডিকেল কলেজে চান্স পেয়েছেন সৌরভ হোসেন রিশাদ, জামালপুর মেডিকেলে চান্স পেয়েছেন মেহেরা আক্তার মিতু এবং রংপুর মেডিকেলে চান্স পেয়েছেন নুর-ই-জান্নাত। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!