নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলায় ১০০ পিচ কমলা রং এর নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ ।
রবিবার (৯ ফেব্রুয়ারি) আনুমানিক দুপুরের দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের সোহাগপুর গ্রাম থেকে পেমই পুলিশ তদন্ত কেন্দ্রের জিডি নং ১৯৫ এর সূত্রে গ্রেফতার করা হয় তাদের ।
গ্রেফতারকৃতরা হলেন - পাইকুড়া ইউনিয়নের সোহাগপুর গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে মামুন (৩৫) ও কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জের আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ আলী (২৩) ।
এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ইতোমধ্যে আসামিদেরকে বিকেলের দিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :