AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাবরিনা শুভ্রা‍‍`র ‘বাংলার অগ্নিকণ্যারা ১৯০৫ থেকে ২০২৪ নারী সংগ্রামের ইতিহাস’


সাবরিনা শুভ্রা‍‍`র ‘বাংলার অগ্নিকণ্যারা ১৯০৫ থেকে ২০২৪ নারী সংগ্রামের ইতিহাস’

শব্দের জাদুকর, বিশ্লেষণের কারিগর সাবরিনা শুভ্রা‍‍`র ‍‍`বাংলার অগ্নিকণ্যারা ১৯০৫ থেকে ২০২৪ নারী সংগ্রামের ইতিহাস ’  বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি)  বিকেলে সোহরাওয়ার্দী  উদ্যানে একুশের বইমেলার মোড়ক উন্মোচন করা হয়।

মঞ্চে সাংবাদিক ও বিশ্লেষক সাবরিনা শুভ্রা‍‍`র ‍‍`বাংলার অগ্নিকণ্যারা ১৯০৫ থেকে ২০২৪ নারী সংগ্রামের ইতিহাস‍‍` বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ। ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সাংবাদিক ও বিশ্লেষক ‍‍`বাংলার অগ্নিকণ্যারা ১৯০৫ থেকে ২০২৪ নারী সংগ্রামের ইতিহাস‍‍` বইয়ের লেখক সাবরিনা শুভ্রা, বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জ্বিলানী।

শব্দের জাদুকর, বিশ্লেষণের কারিগর সাবরিনা শুভ্রার অন্যান্য গ্রন্থ হলো, নীল ধ্রুবতারা, শঙ্খচূড়া, সময়ের প্রতিচ্ছবি ও Mrgin of the Heart. সমাজ, রাজনীতি ও মানবিক বিষয়াবলির প্রতি তাঁর গভীর অন্তদৃষ্টি পাঠকদের মুগ্ধ করবে।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!