শব্দের জাদুকর, বিশ্লেষণের কারিগর সাবরিনা শুভ্রা`র `বাংলার অগ্নিকণ্যারা ১৯০৫ থেকে ২০২৪ নারী সংগ্রামের ইতিহাস ’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে একুশের বইমেলার মোড়ক উন্মোচন করা হয়।
মঞ্চে সাংবাদিক ও বিশ্লেষক সাবরিনা শুভ্রা`র `বাংলার অগ্নিকণ্যারা ১৯০৫ থেকে ২০২৪ নারী সংগ্রামের ইতিহাস` বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ। ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সাংবাদিক ও বিশ্লেষক `বাংলার অগ্নিকণ্যারা ১৯০৫ থেকে ২০২৪ নারী সংগ্রামের ইতিহাস` বইয়ের লেখক সাবরিনা শুভ্রা, বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জ্বিলানী।
শব্দের জাদুকর, বিশ্লেষণের কারিগর সাবরিনা শুভ্রার অন্যান্য গ্রন্থ হলো, নীল ধ্রুবতারা, শঙ্খচূড়া, সময়ের প্রতিচ্ছবি ও Mrgin of the Heart. সমাজ, রাজনীতি ও মানবিক বিষয়াবলির প্রতি তাঁর গভীর অন্তদৃষ্টি পাঠকদের মুগ্ধ করবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :