AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টানা তৃতীয়বারের মতো ঢাকায় খেলতে যাওয়া নারী ফুটবলারদের ইউএনও‍‍`র অভিনন্দন


Ekushey Sangbad
জহিরুল ইসলাম মিলন, ধনবাড়ী, টাঙ্গাইল
০৩:৪৫ পিএম, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
টানা তৃতীয়বারের মতো ঢাকায় খেলতে যাওয়া নারী ফুটবলারদের ইউএনও‍‍`র অভিনন্দন

টাংগাইলে ধনবাড়ী উপজেলার নারী ফুটবলারদের মধ্যে ৯ জন কৃতিত্বের সাথে টাঙ্গাইল জেলা টিমের হয়ে,টানা তৃতীয়বারের মতো ঢাকা বিভাগীয় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলতে যাওয়ার গৌরব অর্জন করায় ধনবাড়ী উপজেলার নারী ফুটবল খেলোয়াড় দেরকে অভিনন্দন জানিয়েছেন ধনবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা ( ইউএন ও) মোঃ আবু সাঈদ।

সোমবার  ১০ (ফেব্রুয়ারি) সকালে ১০ টার সময়  উপজেলায় তার নিজ  কার্যালয় থেকে তাদের কে এ অভিনন্দন জানান তিনি।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আমাদের নারী ফুটবল দলের বিরাট অর্জন। তারা তিন বার জেলা চ্যাম্পিয়ন হয়েছে একবার ইন্টার স্কুল, ইন্টার স্কুলেও  তাদের রয়েছে আঞ্চলিক পর্যায়ে  রানার আপ হওয়ার   গৌরব। আর তারা এখন খেলছে জাতীয় পর্যায় সহ দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের হয়ে  তাদের এই সাফল্যের দ্বারা অব্যাহত থাকবে  ইনশাল্লাহ।

তিনি বলেন, আমি তোমাদেরকে নিয়ে গর্বিত। পুরো টাংগাইল জেলা  তোমাদের নিয়ে গর্বিত। অভিনন্দন সেসব খেলোয়াড়দের যারা আমাদের এই গৌরব এনে দিয়েছেন।তোমাদের জন্য আমার দরজা সব সময় খোলা থাকবে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় ঢাকা মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে টাংগাইল জেলা দলের সাথে  গাজীপুরের খেলা হবে।

নারী ফুটবলার দের এই সাফল্যর জন্য তাদেরকে অভিনন্দন জানিয়েছেন তাদের শিক্ষা প্রতিষ্ঠান, পাইস্কা বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ,আরো অভিনন্দন জানিয়েছেন,এক সময় তাদের নিয়ে কাজ করা, বেসরকারি এনজিও প্রতিষ্ঠান নিজেরা করি এবং ধনবাড়ী উপজেলার ক্রীড়া প্রেমি সাধারণ মানুষ।নারী ফুটবলারদের আনন্দ যেন ছুঁয়ে যাচ্ছে ধনবাড়ীকে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!