AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সদরপুরে ১১ মাস পরে আসামিকে ধরলেন পুলিশ


Ekushey Sangbad
মো: রোকনুজ্জামান, সদরপুর, ফরিদপুর
০৪:৫৩ পিএম, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
সদরপুরে ১১ মাস পরে আসামিকে ধরলেন পুলিশ

ফরিদপুরের সদরপুর থানা পুলিশ ১১ মাস পরে আসামি আটক করেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোতালেব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত আসামীর নাম জিৎ সাহা। সে সাড়েসাতরশি গ্রামের জগদীশ সাহার পুত্র। 

উল্লেখ্য, গত ২৪ মার্চ ২০২৪ তারিখে সন্ধ্যা পৌনে ৭টার দিকে সদরপুর ফরিদপুর আঞ্চলিক সড়কের সদরপুর থানা রোডের সোনালী ব্যাংকের সামনে মোটরসাইকেলে চাপা দেন শেখ রহিমউদ্দিন (৮২) নামে এক বৃদ্ধকে। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধার মৃত্যু হয়। এ নিয়ে শেখ রহিমউদ্দিনের পুত্র মোঃ শহিদুল ইসলাম বাদী হয়ে গত ২৮ মার্চ ২০২৪ইং সদরপুর থানায় একটি সড়ক পরিবহন আইন-২০১৮ আইনে হত্যা মামলা দায়ের করেন। ওই সময় থেকে পলাতক ছিলেন জিৎ সাহা।  

মামলার বাদী শহিদুল ইসলাম বাবুল জানায়, আমার বাবা গত ২৪ মার্চ ২০২৪ তারিখে রবিবার  ইফতারের পর সন্ধ্যায় চায়ের দোকান থেকে চা খেয়ে সোনালী ব্যাংকের সামনের রাস্তা দিয়ে হেটে সদরপুর বাজারের দিকে আসার সময় পিছন দিক থেকে জিত সাহা (১৮) নামের একজন মোটরসাইকেল চালক দ্রুত ও বেপরোয়া গতিতে এসে আমার বাবার শরীরের উপর দিয়ে উঠায় দিয়ে আমার বাবাকে নিহত করে । ওই সময়েই আমি সদরপুর থানায় মামলা দায়ের করি। মামলা দায়েরের প্রায় ১১ মাস পর আসামি জিৎ সাহাকে গ্রেপ্তার করেছে সদরপুর থানা পুলিশ। আমি আমার বাবার হত্যার বিচার চাই। 

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোতালেব হোসেন বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ মামলার পলাতক আসামীকে গতকাল সন্ধ্যায় সদরপুর বাজার থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!