AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নাটোরের নীলগাই সাফারি পার্কে, দুই কুমিরের মারামারিতে এক কুমির আহত


Ekushey Sangbad
টি আই সানি, শ্রীপুর, গাজীপুর
০৫:০২ পিএম, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
নাটোরের নীলগাই সাফারি পার্কে, দুই কুমিরের মারামারিতে এক কুমির আহত

নাটোরের বাগাতিপাড়ায় গ্রামবাসীর হাতে আটক হওয়া বিলুপ্তপ্রায় নীলগাইয়ের ঠাঁই হলো গাজীপুরের সাফারি পার্কে। পার্কে ঠাঁই হওয়া নীলগাইটি পুরুষ। তবে, গেল মাসে (১৬ জানুয়ারি) সাফারি পার্কের দেয়াল টপকে পালিয়ে যাওয়া নীলগাই এটি কি’না তা নিশ্চিত করতে পারেননি পার্ক কর্তৃপক্ষ। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা নীলগাইটি পার্কে হস্তান্তর করেন।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) রফিকুল ইসলাম বলেন, বাগাতিপাড়া উপজেলার শেখ পাড়া গ্রামবাসী নীলগাই দেখতে পেয়ে আটক করে স্থানীয় প্রশাসনের কাছে বুঝিয়ে দেয়। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা নীলগাইকে গাজীপুর সাফারি পার্কে হস্তান্তর করেন। শারীরিকভাবে আহত নীলগাইকে পার্কের বিশেষ বেষ্টনীতে রাখা হয়েছে। এখানে বুঝিয়ে দেওয়ার পর বিশেষ যত্ন নেওয়া হচ্ছে।

অপরদিকে, একইদিনে সকালে গাজীপুরের সাফারি পার্কে দুই পুরুষ কুমিরের মারামারিতে এক কুমির আহত হয়েছে। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একই বেষ্টনীতে তিনটি কুমির ছিল। সবগুলো কুমিরই সমবয়সী এবং তিনটির মধ্যে একটি স্ত্রী কুমির। স্ত্রী কুমিরকে নিয়ে দুই পুরুষ কুমির মারামারিতে লিপ্ত হয়। এসময় একটি পুরুষ কুমির আহত হলে কুমির বেষ্টনীর পানি সেচ দিয়ে আহত কুমিরকে উদ্ধার করে অন্য আরেক বেষ্টনীতে চিকিৎসাধীন রাখা হয়েছে। এটা তাদের স্বভাবগত আচরন। খাবারের জন্য তারা কখনো মারামারি করে না, অনেক সময় প্রাধান্য বিস্তার করতে গিয়েও তারা মারামারি করে থাকে। অপর পুরুষ ও স্ত্রী কুমির সুস্থ আছে।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!