মুন্সীগঞ্জে যাত্রা শুরু করলো সাংবাদিক কল্যাণ সমিতি। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরের দেউলভোগে সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে কার্যনির্বাহী কমিটি দৈনিক সংবাদের শ্রীনগর প্রতিনিধি মো. নজরুল ইসলামকে সভাপতি ও রাজধানী টিভির জেলা প্রতিনিধি এমএ কাইয়ুম মাইজভাণ্ডারীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এই কমিটির সহ-সভাপতি দৈনিক যায়যায়দিনের লৌহজং প্রতিনিধি ও একুশে সংবাদের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি আবু নাসের খান লিমন, আমার দেশের গজারিয়া প্রতিনিধি আমিরুল ইসলাম নয়ন, দেশ টেলিভিশনের মুন্সীগঞ্জ প্রতিনিধি সুমিত সরকার সুমন ও দৈনিক ইনকিলাবের লৌহজং উপজেলা প্রতিনিধি মো. শওকত হোসেন।
যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক লাখোকন্ঠের প্রতিনিধি আরিফ হোসেন হারিস, সাংগঠনিক সম্পাদক দৈনিক স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি সুমন আহম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদক রূপক টিভির নিউজ প্রেজেন্টার শহিদুল সালমান রূপক, আইন বিষয়ক সম্পাদক দৈনিক খোলা কাগজের টঙ্গীবাড়ি উপজেলা প্রতিনিধি আপন সর্দার, দপ্তর সম্পাদক দৈনিক গণ তদন্তের স্টাফ রিপোর্টার ফৌজি হাসান খান রিকু, সহ-দপ্তর সম্পাদক দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি হামিদুল ইসলাম স্বপন, কোষাধ্যক্ষ দৈনিক বাংলার বার্তার প্রতিনিধি মিঠু তালুকদার প্রমুখ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :