AB Bank
  • ঢাকা
  • রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বদলগাছীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত


Ekushey Sangbad
বদলগাছী প্রতিনিধি, নওগাঁ
০৭:৪৬ পিএম, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
বদলগাছীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

"দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন" এ-ই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশ টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এবং জেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা- ২০২৫ পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিতর্কের বিষয় মুল্যবোধ এবং দেশপ্রেমের  অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে। এতে পক্ষ  শিবপুর উচ্চ বিদ্যালয় ও বিপক্ষে ছিলেন মথুরা উচ্চ বিদ্যালয়। এ দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ১৬ টি মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। বিতর্ক প্রতিযোগিতায় মডারেট হিসেবে দায়িত্ব পালন করে খাদাইল উঠে বিদ্যালয়ের সহকারী- শিক্ষক শফিউল আলম। 

সভায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. আবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত নওগাঁ- জেলা কার্যালয়ের উপ- সহকারী পরিচালক মো. আলী হাইদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিউল আলম, বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাফফর হোসেন। 

আরও উপস্থিত ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রউফ, শেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক, কে এম জাকারিয়া মাহমুদ, নাজমুল ইসলাম, শেরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী- শিক্ষক রিনা পারভীন, মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী- শিক্ষক মো. ফিরোজ হোসেন, উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ সুধীজন প্রমুখ। 

পরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী চাম্পিয়ন মথুরাপুর উচ্চ বিদ্যালয় ও রানার্স চাপ শিবপুর উচ্চ বিদ্যালয় অর্জন করেন। এবং বিপক্ষ দলের কাফিয়া জান্নাত ফাতেমা শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হোন। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!