বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে জাতীয়তাবাদী কৃষক দল সারা দেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের আয়োজন করছে। তারই অংশ হিসেবে শেরপুর সদর উপজেলার ২নং চরশেরপুর ইউনিয়নে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে চরশেরপুর ইউনিয়নের কোনাগাড়া আনন্দ বাজারে ইউনিয়ন কৃষক দলের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
চরশেরপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ রুবেল মিয়া (মন্ডল) এর সভাপতিত্বে চরশেরপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম (খাজা)এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল শেরপুর জেলার সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মোঃ মনোয়ার হোসেন রন্জু ৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর থানা কৃষকদলের আহ্বায়ক মোঃ সাজ্জাদ হোসাইন, কামারেরচর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ আঃ মান্নান সহ অন্যান্য নেতাকর্মীরা ৷
তারা বলেন, কৃষকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা সবসময় পাশে ছিলাম,পাশে আছি, ভবিষ্যতে পাশে থাকবো৷
সমাবেশে বক্তারা কৃষকদের সংগঠিত করার আহ্বান জানান এবং কৃষি ও কৃষকের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয়তাবাদী কৃষক দলের কার্যক্রম আরও বেগবান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :