চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের সোনামসজিদ বিজিবি স্কেলের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাক বিজিবি ইস্কেলের সামনে পিছন থেকে মোটরসাইকেল আরোহী কে ধাক্কা দিলে ঘটনাস্থলে আহত হয় স্থানীয়রা উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী গ্রামের মৃত্যু আয়েশ উদ্দিনের ছেলে মোশারফ হোসেন (৫৫) ।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। যানবাহন চলাচল স্বাভাবিক আছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :