এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের হুগলিছড়া চা বাগানের শ্রমিক হরিবল বোনার্জী। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য চবি, জাবি, শাবিপ্রবিসহ ৫টি বিশ্ববিদ্যালয়ে থেকে ভর্তি পরীক্ষার ফরম কিনেছেন ওই শিক্ষার্থী। কিন্তু অর্থাভাবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। হরিবল বানার্জি শ্রীমঙ্গল উপজেলার ৯ নং সাতগাঁও ইউনিয়নের প্রত্যন্ত এলাকা হুগলিছড়া চা বাগানের হতদরিদ্র শ্রমিক অনিল বোনার্জী ও বিশোখা বোনার্জীর দৃষ্টিপ্রতিবন্ধী ছেলে।
হরিবল বোনার্জি জানান, ২০২২ এসএসসি এবং ২০২৪ সালে এইচএসসিতে পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হই। মৌলভীবাজার সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের আওতায় সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে এ পর্যন্ত পড়াশোনায় পর্যন্ত বিভিন্ন ধরনের সহযোগিতা পেয়েছি। আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য চবি, জাবি, শাবিপ্রবিসহ ৫টি বিশ্ববিদ্যালয় থেকে ফরম কিনেছি। চলতি মাসেই বিভিন্ন ভার্সিটিতে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। আগামী ১৩ ও ১৭ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ৮ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ২৮ ফেব্রুয়ারি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু এখন পর্যন্ত যাতায়াত খরচ, শ্রতিলেখকের সম্মানি ও অন্যান্য ব্যয় নির্বাহ করার মতো টাকার ব্যবস্থা করা আমার পরিবারে পক্ষে সম্ভব হয়নি। টাকার অভাবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সেই সুযোগ হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছে। বিত্তবানরা এগিয়ে এলে এবারও বিশ্ববিদ্যালয় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারব।
হরিবল বোনার্জীর বাবা অনিল বোনার্জী বলেন, আমি হুগলিছড়া চা বাগানের একজন চা শ্রমিক। সপ্তাহে একবার অল্প টাকা পাই। এই অল্প টাকা দিয়ে সংসার চালাতেই হিমশিম খাচ্ছি। এখন ছেলের ভর্তির জন্য একসাথে এতো টাকা কিভাবে ম্যানেজ করবো খুব টেনশনে আছি। আমার ছেলে ছোটবেলা থেকেই অনেক চেষ্টা করে এবং সকলের সাহায্য-সহযোগিতায় এপর্যন্ত এসেছে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায়ও সে ভালো রেজাল্ট করেছে। এখন সে উচ্চ শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায়। কিন্তু টাকার অভাবে হরিবলের বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। আপনারা আরো সাহায্য-সহযোগিতা করলে আমার ছেলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :