নারায়ণগঞ্জ শহরের টানবাজার সাহাপাড়া এলাকায় একটি ফ্ল্যাট বাসায় উৎপল রায নামে সাবেক এনজিও কর্মকর্তাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে শংকর সাহার মালিকানাধীন সাত তলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
নিহত উৎপল রায় এনজিও সংস্থা সেভ দ্যা চিলড্রেনের সাবেক প্রকল্প পরিচালক। তার দুই ছেলের মধ্যে এক ছেলে প্রবাসে থাকেন। আরেক ছেলে পেশায় চিকিৎসক। স্ত্রী বিয়োগের পর ছেলের সঙ্গে ওই ফ্ল্যাটে তিনি থাকতেন।
নিহতের ছেলে জানান, বন্দর এলাকার এক নারী তাদের বাড়িতে গৃহকর্মীর কাজ করেন। সোমবার রাতে কর্মস্থল থেকে বাসায় ফিরে দরজা ভেতর থেকে লক করা দেখতে পান। পরে পাশের ফ্ল্যাটে লোকজনের সহযোগিতায় লক ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন মেঝেতে তার বাবার গলাকাটা লাশ পড়ে আছে। এছাড়া আলমিরা থেকে মৃত মায়ের রেখে যাওয়া প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :