AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাঙ্গুনিয়ায় র‍্যাব থেকে আসামি ছিনতাই


রাঙ্গুনিয়ায় র‍্যাব থেকে আসামি ছিনতাই

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধর্ষণ মামলার এক আসামিকে ধরতে গিয়ে স্থানীয়দের হামলার মুখে পড়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‍্যাব) সদস্যরা। এ সময় স্থানীয়রা র‍্যাবের গাড়ি আটকে রেখে সড়ক অবরোধ করে। ফলে আসামিকে কাছে পেয়েও গ্রেপ্তার না করে ফিরে আসতে বাধ্য হন র‍্যাবের সদস্যরা।


সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন মোড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, র‍্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি নিজাম উদ্দিনের নেতৃত্বে একটি দল ধর্ষণ মামলার আসামি জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করতে রাঙ্গুনিয়া পৌরসভার গোডাউন মোড় এলাকায় অভিযান শুরু করেন। খবর পেয়ে স্থানীয় লোকজন সেখানে জড়ো হতে শুরু করেন।


এক পর্যায়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। স্থানীয় জনতা সড়ক অবরোধ করে র‍্যাবের গাড়ি চলাচল আটকে দেয়। তারা র‍্যাবের গাড়িতে হামলার চেষ্টা করে। এমন পরিস্থিতির মুখে র‍্যাবের সদস্যরা জাহাঙ্গীরকে গ্রেপ্তার না করে ফিরে আসতে হয়।


এ বিষয়ে জানতে চাইলে র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এ আর এম মোজাফফর হোসেন জানান, আমাদের র‍্যাবের সদস্যরা এক আসামি ধরতে গিয়েছিলেন। আসামিকে প্রায় ধরে ফেলার মুহূর্তে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি বুঝতে পেরে সেখানে যাওয়া র‍্যাবের সদস্যরা ফিরে এসেছেন। আসামিকে গ্রেপ্তার করা যায়নি।


তবে এ ঘটনায় র‍্যাবের সদস্য কিংবা স্থানীয় লোকজন কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান র‍্যাবের এ কর্মকর্তা।


একুশে সংবাদ////র.ন
 

Link copied!