মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে রিয়াদ চৌধুরী নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে শিবগঞ্জ উপজেলার ঝিল্লিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
রিয়াদ চৌধুরী নীলফামারীর সৈয়দপুর উপজেলার মধুপুরের রতন চৌধুরীর ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ ফুলকুঁড়ি ইসলামিক একাডেমী থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিতেন।
ওসি গোলাম কিবরিয়া জানান, সকালে মোটরসাইকেল নিয়ে প্রাইভেট পড়তে যাচ্ছিলেন রিয়াদ ও তার এক বন্ধু। চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ মহাসড়কের ঝিল্লিপাড়ায় তাদের মোটরসাইকেলের সঙ্গে একটি ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যায় রিয়াদ। তার বন্ধু সামন্য আহত হয়েছে।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :