বিশ্বওলী হযরত শাহসূফী মাওলানা মুহাম্মদ হাসমতউল্লাহ নকশবন্দী মুজাদ্দেদী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের ওফাত স্মরণে, জাকের পার্টির আয়োজনে চার দিনব্যাপী বিশ্ব ইসলামী সম্মেলন শেষ হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বাদ ফজর ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্ঠানটি উপলক্ষে দেশ-বিদেশ থেকে কয়েক লাখ আশেকান জাকেরান ধর্মপ্রাণ মুসল্লি ও ভক্তবৃন্দ বাস লঞ্চ ট্রলার সহ অন্যান্য যানবাহনে কাফেলা করে এসে সম্মেলনে অংশগ্রহণ করে।
চার দিনের এ সম্মেলনে ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত বন্দেগি, কুরআন তেলাওয়াত, দফায় দফায় মিলাদ মাহফিল, জেকের-আসকার ও ধর্মীয় আলোচনার আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার (১১ই ফেব্রুয়ারি) বাদ ফজর বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরীর রওজা জিয়ারত ও আখেরি মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির সার্বিক সুখ, শান্তি ও সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও সৌভ্রাতৃত্ব সর্বোপরি বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করে সম্মেলনের কর্মসূচি শেষ হয়।
আখেরি মোনাজাত পরিচালনা করে জাকের পার্টি যুব উলামা ফ্রন্টের সাধারণ সম্পাদক, মুফতি শরিফুল ইসলাম সাইফী।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :