অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ থানার ১৩ পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে।
ক্লোজ হওয়া সদস্যদের মধ্যে দুজন উপপরিদর্শক (এসআই), দুইজন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং ৯ জন কনস্টেবল রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার।
সম্রাট তালুকদার জানান, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কোম্পানীগঞ্জ থানার এসআইসহ ১৩ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্তের পরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ক্লোজড হওয়া পুলিশ সদস্যরা হলেন—এসআই খোকন চন্দ্র সরকার ও মিলন ফকির, এএসআই শিশির আহমেদ মুকুল ও শামীম হাসান, কনস্টেবল নাজমুল আহসান, মুন্না চৌধুরী, নাইমুর রহমান, তুষার পাল, আবু হানিফ, সাখাওয়াত সাদী, সাগর চন্দ্র দাস, মেহেদী হোসেন ও কৃপেস চন্দ্র রায়।
এর আগে, শাহ আরেফিন টিলার পাথরবাহী গাড়ি থেকে রাস্তায় দাঁড়িয়ে পুলিশের চাঁদাবাজির অভিযোগে বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশিত হয়। এরপর বিষয়টি আমলে নিয়ে তাদেরকে সিলেট পুলিশ লাইন্সে সংযুক্ত করেছে কর্তৃপক্ষ।
একুশে সংবাদ/ই.ট/এনএস
আপনার মতামত লিখুন :